ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

ইউরোপ থেকে সবার আগে বিশ্বকাপে বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৭
ইউরোপ থেকে সবার আগে বিশ্বকাপে বেলজিয়াম ছবি: সংগৃহীত

ইউরোপ অঞ্চলের বাছাইপর্ব থেকে প্রথম দল হিসেবে রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বেলজিয়াম। অন্যদিকে ঘরের মাঠে লুক্সেমবার্গের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের হতাশায় ডুবেছে তারকাসমৃদ্ধ ফ্রান্স। স্বাগতিক হাঙ্গেরিকে ১-০ ব্যবধানে হারিয়ে মূল্যবান তিন পয়েন্ট পেয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।

গ্রিসের মাঠে ২-১ গোলের জয়ে গ্রুপ পর্বে দুই ম্যাচ হাতে রেখেই ওয়ার্ল্ডকাপের মূল পর্বে পা রাখলো বেলজিয়াম। ‘এইচ’ গ্রুপে ৮ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ২২।

১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বসনিয়া।

.‘এ’ গ্রুপের শীর্ষস্থানধারী ফ্রান্সের (১৭) সঙ্গে সুইডেনের পয়েন্টের পার্থক্য মাত্র ১। ১৩ পয়েন্টে তিনে নেদারল্যান্ডস। ‘বি’ গ্রুপের খেলায় লাৎভিয়ায় ৩-০ গোলের দাপুটে জয়ে নাম্বার ওয়ান পজিশন ধরে রেখেছে সুইজারল্যান্ড। তিন পয়েন্ট পিছিয়ে আছে পর্তুগিজরা।

.৯টি গ্রুপ থেকে শুধুমাত্র সবার উপরে থাকা টিম সরাসরি ২০১৮ বিশ্বকাপে নাম লেখাবে। সেরা আটটি দ্বিতীয় স্থানের দল প্লে-অফে খেলার সুযোগ পাবে।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, ৪ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।