ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

ওয়েলবেকের জোড়া গোলে জয়খরা কাটালো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
ওয়েলবেকের জোড়া গোলে জয়খরা কাটালো আর্সেনাল ওয়েলবেকের জোড়ায় জয়খরা কাটালো আর্সেনাল-ছবি:সংগৃহীত

ড্যানি ওয়েলবেকের জোড়া গোলে টানা দুই ম্যাচে হারের পর জয় তুলে নিলো আর্সেনাল। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে বোর্নমাউথের বিপক্ষে ৩-০ গোলে জয় পায় আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। দলের হয়ে অন্য গোলটি করেন আলেকজান্দ্রে লাকাজাট্টে।

লিচেস্টার সিটির বিপক্ষে রোমাঞ্চকর জয়ে লিগ শুরুর পর স্টোক সিটির কাছে ১-০ ও লিভারপুলের মাঠে ৪-০ গোলে হারে আর্সেনাল। তবে এ ম্যাচে দারুণ খেলে জয় পায় গানাররা।

এদিন ম্যাচের ছয় মিনিটেই গোল করে ভালো কিছু করার জানান দেন ওয়েলবেক। আর ২৭ মিনিটে লাকাজেট্ট ব্যবধান দ্বিগুণ করেন। পরে দ্বিতীয়ার্ধে ৫০ মিনিটে ওয়েলবেক নিজের জোড়া গোল পূর্ণ করার পাশাপাশি দলের বড় জয় নিশ্চিত করেন।

চার ম্যাচে দুই জয়ে আর্সেনালের পয়েন্ট ৬। অন্য ম্যাচে টটেনহ্যাম হটস্পার ৩-০ গোলে এভারটনকে এবং ওয়াটফোর্ড ২-০ গোলে সাউথ্যাম্পটনকে হারিয়েছে।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ১০ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।