ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

দুই আর্জেন্টাইন জেতালেন জুভিদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
দুই আর্জেন্টাইন জেতালেন জুভিদের দিবালা দারুণ এক গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন-ছবি:সংগৃহীত

গঞ্জালেস হিগুইন ও পাওলো দিবালার দুর্দান্ত পারফরম্যান্সে কিয়েভোকে ৩-০ গোলে হারিয়েছে জুভেস্টাস। ইতালিয়ান সিরিয়া লিগে এ নিয়ে টানা তিন ম্যাচে জয় তুলে নিলো ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যরা।

এদিন ঘরের মাঠ তুরিনে কিয়েভোকে আতিথিয়েতা জানায় জুভিরা। আর ম্যাচের ১৭ মিনিটে প্রতিপক্ষে ফুটবলার হেতেমাইয়ের আত্মঘাতি গোলে এগিয়ে যায় দলটি।

দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকার হিগুইন গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। পরে ৮৭ মিনিটে আরেক আর্জেন্টাইন দিবালা দারুণ এক গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন। এ ম্যাচে বদলি হিসেবে নামা দিবালা আগের ম্যাচে দলের হয়ে হ্যাটট্রিক করেছিলেন।

টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে জুভেন্টাস।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, ১০ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।