ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

ফের হফেনহাইমের কাছে বায়ার্নের হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
ফের হফেনহাইমের কাছে বায়ার্নের হার ফের হফেনহাইমের কাছে বায়ার্নের হার-ছবি:সংগৃহীত

জার্মান বুন্দেসলিগায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে আবারও হারিয়েছে হফেনহাইম। টানা পাঁচবারের লিগ চ্যাম্পিয়নদের ২-০ গোলে হারিয়েছে তারা।

হফেনহাইমের হয়ে এদিন জোড়া গোল করে নায়ক বনে যান মার্ক উট। শনিবার নিজেদের মাঠে ম্যাচে দুই অর্ধে একটি করে গোল করেন জার্মান এই স্ট্রাইকার।

চলতি মৌসুমে লিগে বায়ার্নের এটা প্রথম পরাজয়। গত এপ্রিলে শেষবারও এই হফেনহাইমের কাছেই হেরেছিল কার্লো আনচেলত্তির দল।

তিন ম্যাচে দুই জয়ে বায়ার্নের পয়েন্ট ৬। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বরুসিয়া ডর্টমুন্ড। হফেনহাইমের পয়েন্টও ৭।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, ১০ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।