ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

মুক্তিযোদ্ধাকে হারালো ঢাকা আবাহনী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৭
মুক্তিযোদ্ধাকে হারালো ঢাকা আবাহনী ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারিয়েছে ফুটবলের জায়ান্ট ক্লাব আবাহনী লিমিটেড। মুক্তির বিপক্ষে আকাশী-নীল জার্সিধারীদের জয় ২-০ ব্যবধানে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার (১১ সেপ্টেম্বর) প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি আবাহনী। দ্বিতীয়ার্ধের দুই গোলে জয় তুলে নেয় দলটি।

ম্যাচের ৫২তম মিনিটে প্রথম লিড নেয় আবাহনী। মুক্তিযোদ্ধার জালে প্রথম বল জড়ান নাসির উদ্দিন। আর ৮০ মিনিটের মাথায় দ্বিতীয়বার গোলের দেখা পায় তারা। ব্যবধান দ্বিগুণ করা গোলটি করেন গাম্বিয়ান ফরোয়ার্ড ল্যান্ডিং ডারবোয়ে।

এই জয়ে আট ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। সমান ম্যাচে ষষ্ঠবারের মতো হারের স্বাদ নিয়েছে মুক্তিযোদ্ধা, অর্জিত পয়েন্ট ৬।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, ১১ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।