ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

তলানির দুই দলের লড়াইয়ে জয়ী আরামবাগ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭
তলানির দুই দলের লড়াইয়ে জয়ী আরামবাগ ছবি: সংগৃহীত

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয় পেয়েছে আরামবাগ। ফরাশগঞ্জের বিপক্ষে আরামবাগের জয়টি ২-১ গোলের ব্যবধানে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের প্রথমে এগিয়ে গিয়েও আরামবাগের বিপক্ষে ২-১ গোলে ম্যাচ হেরেছে ফরাশগঞ্জ। তবে, প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।

বিরতির পর খেলার ৬০ মিনিটের মাথায় লিড নেয় ফরাশগঞ্জ। চিনেডু ম্যাথুউয়ের দর্শনীয় ভলিতে ১-০ গোলে এগিয়ে যায় ফরাশগঞ্জ। ৭৪ মিনিটের মাথায় সমতায় ফেরে মারুফুল হকের শিষ্যরা। দলকে সমতায় ফেরান জুয়েল (১-১)। ব্যবধান দ্বিগুণ করেন নাইজেরিয়ান স্ট্রাইকার বুকোলা (২-১)।

সমান চার পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থেকে মাঠে নেমেছিল দুটি দল। তবে, এই ম্যাচে হেরে যাওয়ায় আট ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রইল ফরাশগঞ্জ। লিগে এটি তাদের ষষ্ঠ হার। আর ৭ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে উঠে আসলো আরামবাগ। লিগে এটি তাদের দ্বিতীয় জয়।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, ১২ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।