ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

মরিনহো শিষ্যদের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
মরিনহো শিষ্যদের দুর্দান্ত জয় ছবি:সংগৃহীত

লিগে ভালো সূচনার পর এবার চ্যাম্পিয়নস লিগেও দুর্দান্ত জয় পেলো ম্যানচেস্টার ইউনাইটেড। গ্রুপ ‘এ’র ম্যাচে বাসেলকে ৩-০ গোলে হারালো হোসে মরিনহোর শিষ্যরা। দলের হয়ে একটি করে গোল করেন ফেলাইনি, লুকাকু ও রাশফোর্ড।

মঙ্গলবার ঘরের মাঠ ওল্ড ট্রাফোডে বার্সেলকে আতিথিয়েতা জানায় ম্যানইউ। তবে খেলায় বল নিজেদের দখলে রেখে জয় তুলে নেয় দলটি।

এদিন ম্যাচের ৩৫ মিনিটে বেলজিয়াম তারকা ফেলাইনির গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে বিরতির পর ৫৩ মিনিটে রোমেলু লুকাকু ব্যবধান দ্বিগুণ করেন। ম্যানইউতে অভিষেকের পর ছয় ম্যাচের সবকটিতেই গোল করলেন এই স্ট্রাইকার। ৮৪ মিনিটে দলের বড় জয় নিশ্চিত করেন মার্কাস রাশফোর্ড।

ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে মরিনহো শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, ১৩ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।