ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

বড় জয়ে শুরু করলো ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
বড় জয়ে শুরু করলো ম্যানসিটি ছবি:সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগে বড় জয় দিয়েই চলতি মৌসুম শুরু করলো ম্যানচেস্টার সিটি। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ফেইনুর্দকে ৪-০ গোলে বিধ্বস্ত করলো পেপ গার্দিওলার শিষ্যরা। দলের হয়ে জোড়া গোল করেন জন স্টোনস। আর একটি করে গোল করেন সার্জিও আগুয়েরো ও গ্যাব্রিয়েল জেসুস।

বুধবার রাতে ডাচ ক্লাব ফেইনুর্দের মাঠে আতিথিয়েতা নিতে যায় সিটি। তবে ম্যাচে দারুণ আধিপত্য বিস্তার করে জয় তুলে নেয় এই মৌসুমে লিগে দারুণ শুরু করা ইংলিশ ক্লাবটি।

এদিন খেলার দুই মিনিটেই গোল করে সিটিকে এগিয়ে দেন স্টোনস। পরে ১০ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় আর্জেন্টাইন স্ট্রাইকার আগুয়েরো থেকে। ২৫ মিনিটে গোলের খাতায় নাম খেলান ব্রাজিলিয়ান তরুণ জেসুস। আর দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটে স্টোনস নিজের জোড়া গোল পূর্ণ করে জয় নিশ্চিত করেন।

গ্রুপের অন্য ম্যাচে ঘরের মাঠে ইতালির নাপোলিকে ২-১ গোলে হারিয়েছে ইউক্রেনের শাখতার দোনেৎস্ক।

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, ১৪ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।