ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

ঝালকাঠিতে স্কুল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
ঝালকাঠিতে স্কুল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঝালকাঠিতে স্কুল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ঝালকাঠি: জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দফতর ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ঝালকাঠিতে শুরু হয়েছে মাদক বিরোধী স্কুল ফুটবল টুর্নামেন্ট।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ঝালকাঠি পুরাতন স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্ধোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সায়েদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দফতরের সহকারী পরিচালক মো. শাহজাহান, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু প্রমুখ।

জেলার ৯টি স্কুলের অংশগ্রহণে প্রথম দিনের খেলায় রাজাপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় ঝালকাঠির চারুখান মাধ্যমিক বিদ্যালয়কে ৪-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে।

এদিকে খেলা শুরু হওয়ার আগে মাদক বিরোধী শপথ পাঠ করে খেলোয়াড়রা।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭।
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।