ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

নতুন স্টেডিয়ামে অ্যাতলেটিকোর শুভ সূচনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
নতুন স্টেডিয়ামে অ্যাতলেটিকোর শুভ সূচনা ছবি:সংগৃহীত

চলতি মৌসুমে নতুন ঘরের মাঠ ওয়ানডা মেট্রোপোলিটানোতে শুভ সূচনা করেছে অ্যাতলেটিকো মাদ্রিদ। অ্যান্তোনিও গ্রিজম্যানের একমাত্র গোলে মালাগাকে ১-০ ব্যবধানে হারিয়েছে দিয়েগো সিমিওনের শিষ্যরা।

বিগত বছরগুলোতে ভিসেন্তে কালদেরনে খেলা অ্যাতলেটিকো এবারের মৌসুমে নতুন মাঠ পায়। প্রায় ৬৮ হাজার ধারনক্ষমতাসম্পন্ন এ মাঠে এদিন ৬৩ হাজারের ওপর দর্শক খেলা দেখে।

লা লিগার এ ম্যাচে ফ্রেঞ্চ স্ট্রাইকার গ্রিজম্যানের ৬১ মিনিটের গোলই জয় এনে দেয় স্বাগতিকদের। এরই মাঝে নতুন মাঠে প্রথম গোল করে একই মাইফলকও তৈরি করে ফেললেন গ্রিজম্যান।

এ জয়ে লিগ টেবিলে বর্তমানে মাদ্রিদের ক্লাবটির অবস্থান তৃতীয়। চার ম্যাচে দুটি জয় সমান ড্র করেছে সিমিওন শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।