ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

একাদশে মেসি থাকলেও জায়াগা হয়নি রোনালদোর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
একাদশে মেসি থাকলেও জায়াগা হয়নি রোনালদোর পিরলোর একাদশে মেসি থাকলেও জায়াগা হয়নি রোনালদোর-ছবি:সংগৃহীত

বিশ্বের সাবেক ও বর্তমান গ্রেটদের নিয়ে নিজের স্বপ্নের একাদশ তৈরি করলেন আন্দ্রে পিরলো। ইতালিয়ান কিংবদন্তি এ তারকা অবশ্য দল সাজাতে স্বদেশীদেরই বেশি পছন্দ করেছেন। যেখানে তার আক্রমণের মূল অস্ত্র লিওনেল মেসি। তবে ঠাঁই হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর।

আর্ন্তজাতিক ফুটবল থেকে ২০১৫ সালে অবসর নেওয়া পিরলোর দলে এগারো জনের পাঁচজনই ইতালির। ব্রাজিলের রয়েছেন দুজন।

আর্জেন্টিনা, স্পেন, জার্মানি ও ইংল্যান্ডের রয়েছেন একজন করে।

পিরলো গোলরক্ষক হিসেবে রেখেছেন তারই সাবেক জাতীয় দল ও ক্লাব সতীর্থ কিংবদন্তি জিয়ানলুইজি বুফনকে। ২-৪-৪-১ ফরমেশনে চারজন ডিফেন্ডারের মধ্যে রয়েছেন জার্মানির সাবেক অধিনায়ক ফিলিপ লাম।

আছেন ইতালির সাবেক অধিনায়ক ফ্যাবিও ক্যানাভারো। যার অধীনে পিরলো খেলেছিলেন। রাখা হয়েছে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফুকে। এছাড়া আছেন ইতালির কিংবদন্তি পাওলো মালদিনি।

মিডফিল্ডে আছেন স্পেনের সাবেক তথা বিশ্বের সেরা মধ্যমাঠের ফুটবলারদের একজন জাভি। রাখা হয়েছে ব্রাজিলিয়ান কাকাকে। এছাড়াও আছেন ইংল্যান্ডের পল স্কোলেস ও ইতালির সাবেক জেনারো গ্যাট্টুসো।

স্ট্রাইকার হিসেবে আছেন বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসি। তার সঙ্গে রাখা হয়েছে আরেক ইতালিয়ান সাবেক ফিলিপ্পো ইনজাগিকে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।