ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

পেলের সান্তোসের বিশ্ব রেকর্ডে রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
পেলের সান্তোসের বিশ্ব রেকর্ডে রিয়াল ছবি: সংগৃহীত

ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের সান্তোসের গড়া বিশ্ব রেকর্ডে ভাগ বসিয়েছে রিয়াল মাদ্রিদ। টানা ৭৩ ম্যাচে গোল করার কীর্তি ছুঁয়েছে স্প্যানিশ জায়ান্টরা। রিয়াল সোসিয়েদাদের মাঠে ৩-১ ব্যবধানের জয় দিয়ে এ অসাধারণ মাইলফলক স্পর্শ করে জিনেদিন জিদানের শিষ্যরা।

নিষেধাজ্ঞার কারণে ক্রিস্টিয়ানো রোনালদো ও ইনজুরি আক্রান্ত করিম বেনজেমার অনুপস্থিতিতে প্রতিপক্ষের জালে বল পাঠানোর দীর্ঘ ধারাবাহিকতা ঠিকই ধরে রাখে রিয়াল। খেলা শুরুর ১৯ মিনিটেই রেকর্ড গড়া গোল উপহার দেন তরুণ স্প্যানিশ স্ট্রাইকার বোর্জা মায়োরাল।

দ্বিতীয়ার্ধে স্কোরশিটে নাম লেখান গ্যারেথ বেল। অন্যটি আত্মঘাতী গোল।

তিনবারের বিশ্বকাপ জয়ী পেলেকে নিয়ে ১৯৬২-৬৩ সময়টাতে টানা ৭৩টি প্রতিযোগিতামূলক ম্যাচে গোলস্কোরিংয়ের নজির স্থাপন করেছিল সান্তোস। পঞ্চাশ বছরেরও অধিক সময়ে যেটি কেউ ভাঙতে পারেনি। পরবর্তী ম্যাচে গোলের দেখা পেলেই এককভাবে বিশ্ব রেকর্ডটি নিজেদের দখবে নেবে স্প্যানিশ জায়ান্টরা।

কাকতালীয়ভাবে রিয়ালের গোলস্কোরিংয়ের দৌড় শুরু হয়েছিল সোসিয়েদাদের মাঠেই। গত বছরের ৩০ এপ্রিল ম্যাচের শেষদিকে ১-০ ব্যবধানের জয় উপহার দিয়েছিলেন বেল। চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর এ যে গোলের যাত্রা শুরু তা এখনো চলছে।

এ সময়ের মধ্যে ব্রাজিলিয়ান ক্লাবটির চেয়ে রিয়ালের জয়ের পাল্লা ভারী। ৫৪ জয়, ১৪ ড্র ও পাঁচ ম্যাচে হারের স্বাদ পেয়েছে গ্যালাকটিকোরা। সান্তোসের জয় ৫২টিতে, ১৪ ড্র ও ৭ পরাজয়। গোলস্কোরিংয়েও যোজন যোজন এগিয়ে লস ব্লাঙ্কসরা। যথাক্রমে ২৪৮ ও ১৯৭।

মাইলফলকের ম্যাচ দিয়ে স্বস্তি ফিরেছে রিয়াল শিবিরে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে লা লিগায় এবারের আসরের শুরুটা নিজেদের মতো হয়নি তাদের। মৌসুমের প্রথম ম্যাচে জয় পেলেও টানা দুই ড্রয়ে পয়েন্ট ব্যবধানে এগিয়ে গেছে চার ম্যাচেই জেতা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।

রিয়ালের সামনে এখন হোম ভেন্যুতে ইতিহাস গড়ার হাতছানি! আগামী বুধবার (২০ সেপ্টেম্বর) সান্তিয়াগো বানাব্যুতে রিয়াল বেটিসকে আতিথ্য দেবে জিদানের শিষ্যরা। পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরবেন রোনালদো। বেটিসের জালে বল পাঠালেই টানা গোলস্কোরিংয়ের নতুন বিশ্ব রেকর্ড রচিত হবে।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ১৮ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।