ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

ভারতে বিকেএসপির ড্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
ভারতে বিকেএসপির ড্র ছবি: সংগৃহীত

বিকেএসপি অনূর্ধ্ব-১৭ বালক দল সুব্রত মুখার্জী কাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা-২০১৭ এর গ্রুপ পর্বের তৃতীয় খেলায় পূর্ণ পয়েন্ট হারিয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) খেলায় বিকেএসপি আফগানিস্তানের সাথে ২-২ গোলে ড্র করে। আফগানিস্তান প্রথমেই ২১ ও ৩৯ মিনিটে দুই গোলে করে খেলায় এগিয়ে যায়।

বিকেএসপি ২ গোলে পিছিয়ে থেকে পরিকল্পিত খেলা খেলে সমতা ফিরিয়ে আনে।

ম্যাচের ৬৯ মিনিটে বিকেএসপির রেজওয়ান পেনাল্টি শুটআউট থেকে ১টি ও ৭৪ মিনিটের মাথায় মেরাজের ফ্রি কিক থেকে দ্বিতীয় গোল পরিশোধ করে আফগানিস্তানের সাথে পয়েন্ট ভাগাভাগি করে নেয়।

এর আগেবিকেএসপি প্রথম খেলায় আন্দামান এ্যান্ড নিকোবারের বিপক্ষে ওয়াক ওভার এবং সিকিমের বিপক্ষে ১-০ গোলে জয়লাভ করছিল।

টুর্নামেন্টে মোট ৪০টি দল ৮টি গ্রুপে অংশ নিচ্ছে। পুল ‘এইচ’ এ বিকেএসপি ছাড়াও রয়েছে আন্দামান এ্যান্ড নিকোবার, সিকিম, আফগানিস্তান ও পাঞ্জাব। আগামী ১৯ সেপ্টেম্বর পাঞ্জাবের বিপক্ষে খেলবে বিকেএসপি। ২২ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনাল, ২৪ সেপ্টেম্বর সেমি ফাইনাল ও ২৬ সেপ্টেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

বিকেএসপি দলের ম্যানেজার ও কোচের দায়িত্বে আছেন যথাক্রমে মো: শাহাদত হোসেন ও মো: আনোয়ার হোসেন।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, ১৮ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।