ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

এবার বুলগেরিয়ায় বার্সা লিজেন্ডস টিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
এবার বুলগেরিয়ায় বার্সা লিজেন্ডস টিম বার্সা লিজেন্ডস টিম/ ছবি: সংগৃহীত

গত এপ্রিলে লেবাননের বৈরুতে প্রদর্শনী ম্যাচ খেলেছিল বার্সেলোনা লিজেন্ডস টিম। এবার বুলগেরিয়ায় মাঠে নামবেন বার্সা কিংবদন্তিরা। প্রতিপক্ষ সাবেক বুলগেরিয়ান আইকন রিস্টো স্টইচকভ একাদশ।

বুধবার (২০ সেপ্টেম্বর) স্টারা জাগোরা শহরের বেরো স্টেডিয়ামে স্টইচকভ ও তার বন্ধুদের মুখোমুখি হবে টিম বার্সা। স্টইচকভ নিজেও কাতালানদের তারকা খেলোয়াড় ছিলেন।

বার্সার সাবেকদের স্কোয়াডে অভিষিক্ত হয়েছেন দানি গার্সিয়া, অস্কার আরপন ও জারি লিতমানেন।

ম্যাচ শুরুর বিভিন্ন পর্যায়ে প্রয়াত বুলগেরিয়ান ফুটবল লিজেন্ড ত্রাইফন ইভানোভ, আয়ান সাদুকোভ, সাবেক বার্সা কোচ টিটো ভিলানোভা ও বার্সা গ্রেট ইয়োয়ান ক্রুইফের প্রতি সম্মান প্রদর্শন করবে দু’দল।  

নিজেদের ব্র্যান্ডকে বিশ্বজুড়ে আরও ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই সাবেক কিংবদন্তিদের মাঠে নামানোর উদ্যোগ নেয় বার্সা ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবের জার্সি পরেছেন এমন অসংখ্য সাবেক খেলোয়াড়দের প্রতি সম্মান জানাতে এমন কার্যক্রম হাতে নেওয়া।

বিশ্বব্যাপী বার্সার নাম বিস্তৃত করার পাশাপাশি এ প্রজেক্টের মাধ্যমে পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়া খেলোয়াড়রাও তাদের ক্যারিয়ারকে কাজে লাগাতে পারবেন। এ উদ্যোগের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন স্থানে বিভিন্ন ক্লাবের সাবেক কিংবদন্তিদের বিপক্ষে ম্যাচ খেলছে বার্সার সাবেক গ্রেটরা।

লেবাননে রোনালদিনহোর হ্যাটট্রিকে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ কিংবদন্তিদের ৩-২ গোলে হারায় বার্সা। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হোম ও অ্যাওয়ে ম্যাচ খেলে স্প্যানিশ জায়ান্টরা। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ৩-১ ব্যবধানে হেরে গেলেও ওল্ড ট্রাফোর্ডে গিয়ে ২-২ সমতা নিয়ে মাঠ ছাড়ে তারা।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ১৯ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।