ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

২০০ মিলিয়ন ইউরো চেয়েছিল লিভারপুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
২০০ মিলিয়ন ইউরো চেয়েছিল লিভারপুল ছবি: সংগৃহীত

ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার ফিলিপ্পে কুতিনহোর জন্য চতুর্থবার বিড করার প্রস্তুতি নিয়েছিল বার্সা। গুঞ্জন আছে ১৩৮ মিলিয়ন পাউন্ড পর্যন্ত প্রস্তাব দিতে চেয়েছিল কাতালানরা। তবে, তার আগেই মেসি-সুয়ারেজদের ক্লাবটির তিন দফা প্রস্তাব প্রত্যাখ্যান করে লিভারপুল।

তিন-তিনবার টাকার অঙ্ক বাড়িয়েও কুতিনহোকে পাওয়া হয়নি বার্সার। সব মিলিয়ে ১২০ মিলিয়ন ইউরোর গুঞ্জন থাকলেও বার্সার সবশেষ প্রস্তাবের অঙ্কটা কত ছিল, সেটা গোপন রেখেছেন কাতালান ক্লাবটির সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ।

তবে লিভারপুলের দাবি করা অঙ্কটা প্রকাশ করেছেন তিনি।

তিনি জানান, ‘গ্রীষ্মের দলবদলে জন্য ২০০ মিলিয়ন ইউরো চেয়েছিল লিভারপুল। আমাদের প্রস্তাবের অঙ্কটা কেমন ছিল, সেটা আমি বলব না। লিভারপুলের ২০০ মিলিয়ন ইউরো কেন, ১৫০ মিলিয়নের দিকেও যাইনি। ’

নেইমারের অভাব পূরণে কুতিনহোকে পাওয়ার শেষ চেষ্টাটুকু করেছিল বার্সা। তিন দফায় বিড করেও হতাশাই সঙ্গী হয় কাতালানদের। বারবার সব অফার ফিরিয়ে দিয়ে অনমনীয় অবস্থান বজায় রাখে লিভারপুল। বার্সার ক্রমাগত আগ্রহে কুতিনহো নিজে ট্রান্সফারের আবেদন করলেও তা নাকচ করে দেয় ক্লাব কর্তৃপক্ষ। তাদের কথা একটাই ‘কুতিনহো নট ফর সেল’।

বার্তোমেউ আরও জানান, ‘আমরা দলবদলের বাজার থেকে পিছু হটার সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণটা ছিল সেই দলবদলের বাজার ছিল অনেকটাই ব্যয়বহুল। আমাদের প্রস্তাবটা ১০০ মিলিয়ন ইউরোর কম ছিল, যেটা আনুষাঙ্গিক বিষয় মিলিয়ে ১২০ মিলিয়ন ইউরোতে পৌঁছাতো। ’

অ্যানফিল্ডে বার্নলির বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর ইএসপিএন ব্রাজিল’কে ২৫ বছর বয়সী কুতিনহো বলেন, ‘আমি একটি প্রফেশনাল অফার পেয়েছিলাম। সবাই জানে পরিবার নিয়ে নতুন ঠিকানায় যেতে চেয়েছিলাম। বার্সার মতো মর্যাদাপূর্ণ একটি ক্লাবের কাছ থেকে প্রস্তাব পাওয়াটা সম্মানজনক। কিন্তু একইভাবে লিভারপুলে থাকতে পারাও সম্মানের, এটি একটি বড় ক্লাব এবং সারা বিশ্বে এটি সম্মানিত। এখন শুধুই সামনে তাকাতে চাই। ফোকাসটা থাকবে জাতীয় দল ব্রাজিল আর লিভারপুলের দিকে। ’

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ১৯ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।