ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

গোল উৎসবে চেলসি-ম্যানইউ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
গোল উৎসবে চেলসি-ম্যানইউ ছবি: সংগৃহীত

লিগ কাপের চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে ইংলিশ দুই জায়ান্ট চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। চেলসি-ম্যানইউ গোল উৎসব করে নিজেদের মাঠে।

স্ট্যামফোর্ড ব্রিজে নিজেদের মাঠে জয় পেয়েছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসি। দ্বিতীয় সারির দল নটিংহ্যাম ফরেস্টকে ৫-১ গোলে হারিয়েছে ব্লুজরা।

বেলজিয়ামের ফরোয়ার্ড মিচি বাতসুয়াই ম্যাচে হ্যাটট্রিক করেন। অন্য দুই গোলদাতা ব্রাজিলের মিডফিল্ডার কেনেদি ও বেলজিয়ামের মিডফিল্ডার মুসোন্ডা।

.এদিকে, তৃতীয় রাউন্ডে ঘরের মাঠে সহজ জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডও। ওল্ড ট্র্যাফোর্ডে দ্বিতীয় সারির ক্লাব বার্টন অ্যালবিওনকে ৪-১ গোলে হারিয়েছে ম্যানইউ। রেড ডেভিলদের জোড়া গোল করেন মার্কাস রাশফোর্ড। এছাড়া, একটি করে গোল করেন জেসে লিনগার্ড ও অ্যান্থনি মার্শিয়াল।

বাংলাদেশ সময়: ০৪৩৩ ঘণ্টা, ২১ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।