ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

জুভেন্টাসের মধ্যমণি দিবালা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
জুভেন্টাসের মধ্যমণি দিবালা ছবি: সংগৃহীত

দুর্দান্ত ফর্ম বজায় রেখে তুরিনোর বিপক্ষে জোড়া গোল উদযাপনে মাতেন পাওলো দিবালা। ডার্বি ম্যাচে প্রথমার্ধেই ১০ জনের দলে পরিণত হওয়া ভিজিটরদের ৪-০ ব্যবধানে বিধ্বস্ত করেছে জুভেন্টাস।

টানা ছয় জয়ে উড়ছে জুভিরা। কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা নাপোলির দখলে।

তারাও শতভাগ পয়েন্টে দুর্দান্ত গতিতে ছুটছে। ষষ্ঠ রাউন্ডের ম্যাচে স্বাগতিক স্পালকে হারিয়েছে ৩-২ গোলে।

একটি রেকর্ডেরও জন্ম হয়েছে। ইতালিয়ান লিগ (সিরি আ) ইতিহাসে এ প্রথম জুভেন্টাস ও নাপোলি মৌসুমে নিজেদের প্রথম ছয় ম্যাচেই জিতলো। এককভাবে আটবার এ কীর্তির অধিকারী জুভিরা।

অন্যদিকে, ১৯৯৪-৯৫ মৌসুমের পর দিবালা প্রথম খেলোয়াড় যিনি সিরি আ সিজনের প্রথম ছয় ম্যাচে ১০টি গোলের মালিক। ফর্মের ত‍ুঙ্গে থাকা আর্জেন্টাইন ফরোয়ার্ড খেলা শুরুর ১৬ মিনিটেই জালে বল পাঠান।

ছবি: সংগৃহীতপ্রথমার্ধের পাঁচ মিনিট আগে ব্যবধান দ্বিগুন করেন মিডফিল্ডার মিরালেম পিজানিক। তার আগে ২৪ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তুরিনো মিডফিল্ডার ড্যানিয়েলে বাসেলি। বাকি সময়টা একজন কম নিয়ে খেলতে হয় ভিজিটরদের।

দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে স্কোরশিটে নাম লেখান ব্রাজিলিয়ান লেফটব্যাক অ্যালেক্স সান্দ্রো। ইনজুরি সময়ে জোড়া আদায় করে সতীর্থদের উদযাপনের মধ্যমনি বনে যান ২৩ বছর বয়সী দিবালা।

পয়েন্ট টেবিলে ৬ ম্যাচের সবকটি জিতে নাপোলি ও জুভেন্টাসের পয়েন্ট সমান ১৮। গোল ব্যবধানে পিছিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। পরবর্তী ম্যাচে কাগলিয়ারিকে আতিথ্য দেবে নাপোলি। দিবালা-হিগুয়েইনদের প্রতিপক্ষ স্বাগতিক আটাল‍ান্টা। আগামী রোববার (১ অক্টোবর) বাংলাদেশ সময় যথাক্রমে বিকেল সাড়ে ৪টায় ও দিবাগত রাত পৌনে ১টায় খেলা দু’টি শুরু হবে।

বাংলাদেশ সময়: ০৫৩১ ঘণ্টা, ২৪ সেপ্টম্বর, ২০১৭
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।