ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

রিয়ালে আরও ৪ বছর লরেন্তে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
রিয়ালে আরও ৪ বছর লরেন্তে ছবি:সংগৃহীত

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন করে চার বছরের চুক্তি করেছেন মার্কোস লরেন্তে। স্প্যানিশ এ মিডফিল্ডারের সঙ্গে সান্তিয়াগো বার্নাব্যুয়ের দল ২০২০-২০২১ মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি করেছে।

এর আগে এ মাসেই লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ী রিয়ালে চুক্তির মেয়াদ বাড়ান ইসকো, মার্সেলো ও দানি কারভাহাল।

গ্যালাকটিকোদের হয়ে এবারের লা লিগায় এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন লরেন্তে।

ছিলেন শনিবার দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে ২-১ গোলের জয় পাওয়া ম্যাচেও। গত মৌসুমে ধারে এই দলের হয়েই খেলেছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, ২৫ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।