ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

লাকাজেতের জোড়ায় জয় পেল আর্সেনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
লাকাজেতের জোড়ায় জয় পেল আর্সেনাল ছবি:সংগৃহীত

আলেকজান্দ্রো লাকাজেতের জোড়া গোলে ওয়েস্ট ব্রমকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। আর এ জয়ের ফলে ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের পথে ফিরলো আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।

এদিন ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের ২০ মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। আলেক্সিস সানচেজের ফ্রি-কিক বল বারে লেগে ফিরে এলে তা থেকে হেড করে জালে বল জড়ান লাকাজেত।

পরে ৬৭ মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডার আলান নিওম ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে নিজের জোড়া গোল পূর্ণের পাশাপাশি ব্যবধান দ্বিগুণ করেন ফ্রেঞ্চ স্ট্রাইকার লাকাজেত।

লিগ টেবিলে ছয় ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে জায়গা করেছে আর্সেনাল। ছয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড।

বাংলাদেশ সময়: ০৮৫৪ ঘণ্টা, ২৬ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।