ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

বায়ার্নের বিপক্ষে ফিট নেইমার, ফিরছেন ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
বায়ার্নের বিপক্ষে ফিট নেইমার, ফিরছেন ডি মারিয়া ডি মারিয়া ও নেইমার / ছবি: সংগৃহীত

পায়ের ইনজুরি কাটিয়ে বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের হাইভোল্টেজ ম্যাচ দিয়ে মাঠে নামছেন নেইমার। অন্যদিকে, প্রায় তিন সপ্তাহ পর পিএসজির স্কোয়াডে ফিরেছেন অ্যাঞ্জেল ডি মারিয়া।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় খেলা শুরু হবে। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে দু’দলই দাপুটে জয় তুলে নেয়।

অ্যালিয়াঞ্জ অ্যারেনায় আন্ডারলেখটকে ৩-০ ব্যবধানে বায়ার্ন ও সেল্টিককে তাদের মাঠেই ৫-০ গোলে বিধ্বস্ত করে ফ্রেঞ্চ জায়ান্টরা।

ম্যাচ ছাপিয়ে পিএসজি শিবিরে সবচেয়ে আলোচিত পেনাল্টি শট! নেইমার নাকি এডিনসন কাভানি কে নেবেন স্পট কিক তা নিয়ে সৃষ্ট জটিলতার সমাধান হয়নি এখনো। গত সপ্তাহে লিঁওর বিপক্ষে ২-০ তে জেতা লিগ ম্যাচটিতে দ্বন্দ্বে জড়ান নেইমার-কাভানি। পেনাল্টি কিক নিতে গিয়ে প্রত্যাখ্যাত হন ব্রাজিলিয়ান সুপারস্টার।

মন্টেপেলিয়েরের বিপক্ষে শনিবারের (২৩ সেপ্টেম্বর) গোলশূন্য ম্যাচ মিস করেন বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার। দ্রুতই সেরে উঠেছেন সাবেক বার্সা তারকা। বায়ার্নের বিপক্ষে ৪-৩-৩ ফর্মেশনে শুরুর একাদশে আক্রমণভাগে কাইলিয়ান এমবাপ্পের সঙ্গে নামতে পারেন নেইমার ও কাভানি। পেনাল্টি ইস্যু নিয়ে দু’জনের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন কোচ ইউনাই এমেরি।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ২৬ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।