ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

রানার্সআপ হয়েই মিশন শেষ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
রানার্সআপ হয়েই মিশন শেষ বাংলাদেশের রানার্সআপ হয়েই মিশন শেষ বাংলাদেশের-ছবি:সংগৃহীত

রানার্সআপ হয়ে সাফ অনুর্ধ্ব-১৮ ফুটবল চ্যাম্পিয়নসশিপের আসর শেষ করলো বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচের লাল-সবুজরা দুর্দান্ত জয় পেলেও নেপালের বিপক্ষে ভারত হেরে গেলে শিরোপা হারায় বাংলাদেশ। ট্রফি যায় নেপালের ঘরে।

বাংলাদেশ শেষ ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের খুব কাছাকাছি চলে যায়। তবে টুর্নামেন্টের শেষ ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হয়।

যেখানে মুখোমুখি হয়েছিল নেপাল ও ভারত। তবে ভারতকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট পড়ে নেপাল।

শেষ ম্যাচটি ড্র অথবা ভারত জিতলে শিরোপা জিততো বাংলাদেশ। কেননা ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ ৪-৩ গোলে জেতায় হেড টু হেডে এগিয়ে ছিল লাল-সবুজ যুবারা। তবে নেপালের বিপক্ষে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। তাই নেপালের সমান পয়েন্ট হলেও হেড টু হেডে তাদের থেকে পিছিয়ে শিরোপা খোয়ায়।

এর আগে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ জয়ের পর বাংলাদেশ মালদ্বীপের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছিলো।

বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।