ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

জিতে ইতিহাস গড়লো চেলসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৭
জিতে ইতিহাস গড়লো চেলসি ছবি:সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগে পিছিয়ে থেকেও অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলে জিতে ইতিহাস গড়লো চেলসি। প্রথম কোনো ইংলিশ ক্লাব হিসেবে অ্যাওয়ে ম্যাচে অ্যাতলেটিকোর মাঠে জয় জয় পেল ব্লুজরা। খেলার ইনজুরি সময়ে বদলি ফুটবলার মিচে বাতসুয়াই জয় নিশ্চিত করেন।

‘সি’ গ্রুপের ম্যাচে বুধবার রাতে ঘরের মাঠ স্তাদিও ওয়ানডা মেট্রোমোলিটানেতে চেলসিকে আতিথিয়েতা জানায় অ্যাতলেটিকো। আর অতিথিদের বিপক্ষে প্রথমে এগিয়েও যায় দিয়েগো সিমিওনের দল।

তবে শেষ পর্যন্ত হেরে বসে তারা।

এদিন খেলার ৪০ মিনিটে পেনাল্টি থেকে স্বাগতিকদের এগিয়ে নেন ফ্রেঞ্চ স্ট্রাইকার অ্যান্তোনিও গ্রিজম্যান। কিন্তু দ্বিতীয়ার্ধে আলভারো মোরাতা ৫৯ মিনিটে ম্যাচের সমতা আনেন। আর নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ে বাতসুয়াই আরও একটি গোল করলে জয় নিয়েই মাঠ ছাড়ে অ্যান্তোনিও কোন্তের শিষ্যরা।

‘সি’ গ্রুপে দুই ম্যাচ খেলে সবকটিতেই জয় তুলে নিয়েছে চেলসি। ফলে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তা‍রা। সমান ম্যাচে এক ড্র ও এক হারে এক পয়েন্ট নিয়ে তিনে অ্যাতলেটিকো। দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে দুইয়ে আছে রোমা।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।