ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

রিয়ালে আরও ছয় বছর অ্যাসেনসিও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৭
রিয়ালে আরও ছয় বছর অ্যাসেনসিও রিয়ালে আরও ছয় বছর অ্যাসেনসিও-ছবি:সংগৃহীত

নতুন করে ছয় বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদের সঙ্গে সম্মত হয়েছেন স্ট্রাইকার মার্কো অ্যাসেনসিও। স্প্যানিশ জায়ান্ট দলটির সঙ্গে ২০২৩ সাল পর্যন্ত থাকবেন তিনি।

সান্তিয়াগো বার্নাব্যুয়ের হয়ে ২১ বছর বয়সী এই তরুণ ফরোয়ার্ড চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন। ইতোমধ্যে চারটি গোলও করেছেন।

এর আগে ২০১৪ সালে মায়োর্কা থেকে রিয়ালে যোগ দেওয়ার পর এস্পানিওলে ধারে খেলতে যান। অ্যাসেনসিও গত মৌসুমে রিয়ালের মূল দলে জায়গা পান। ২০১৬ সালের মে মাসে স্পেন দলেও সুযোগ পান এই তরুণ।

বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, ৩০ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।