ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

ডি ব্রুইনের একমাত্র গোলে চেলসিকে হারাল সিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৪ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৭
ডি ব্রুইনের একমাত্র গোলে চেলসিকে হারাল সিটি ছবি:সংগৃহীত

কেভিন ডি ব্রুইনের একমাত্র গোলে চেলসিকে ১-০ ব্যবধানে হারাল ম্যানচেস্টার সিটি। আর এ জয়ের ফলে ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের শীর্ষস্থান ধরে রাখলো পেপ গার্দিওলার শিষ্যরা।

হাইভোল্টেজ ম্যাচে এদিন চেলসির ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে আতিথিয়েতা নিতে যায় সিটি। তবে দলটির স্কোয়াডে স্বাভাবিকভাবেই ছিলেন না সড়ক দুর্ঘটনার শিকার ‍সার্জিও আগুয়েরো।

খেলার শুরু থেকেই এদিন আক্রমণে ব্যস্ত থাকে সিটিজেনরা। বেশ কয়েকটি জোড়ালো সম্ভাবনাও জাগে তবে গোলের দেখা মেলেনি। অবশেষে ম্যাচের দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে বেলজিয়াম তারকা ডি ব্রুইনের কল্যাণে এগিয়ে যায় সিটি। শেষ পর্যন্ত এই গোলটিই জয় নিশ্চিত করায় তাদের।

৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে শীর্ষে সিটি। আগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ৪-০ গোলে হারিয়ে শীর্ষে ওঠা ম্যানচেস্টার ইউনাইটেড নেমে গেছে দ্বিতীয় স্থানে। লিগে দ্বিতীয় হার নিয়ে ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি। ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে হ্যারি কেইনের জোড়া গোলে হাডার্সফিল্ড টাউনের মাঠ থেকে ৪-০ গোলের জয় নিয়ে ফেরা টটেনহ্যাম হটস্পার্স।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, ০১ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।