ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

আর্সেনাল জিতলেও ড্র করেছে লিভারপুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৪ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৭
আর্সেনাল জিতলেও ড্র করেছে লিভারপুল জয় পেয়েছে আর্সেনাল-ছবি:সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজ ম্যাচে জয় পেয়েছে আর্সেনাল। আসরের নতুন দল ব্রাইটন এন্ড হোভ অ্যালবিওনকে ২-০ গোলে হারিয়েছে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। তবে অন্যম্যাচে এগিয়ে থেকেও নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে লিভারপুল।

রোববার ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে নতুন ক্লাবকে স্বাগত জানায় আর্সেনাল। ম্যাচের ১৬ মিনিটে নাচো মনরিলের গোলে এগিয়ে ‍যায় গানাররা।

ক্লাবের হয়ে প্রায় সাড়ে চার বছর পর গোল করলেন এ স্প্যানিশ ডিফেন্ডার। পরে দ্বিতীয়ার্ধের শুরুতেই অ্যালেক্স আইওবি ব্যবধান দ্বিগুণ করার পাশাপাশি জয় নিশ্চিত করেন।

এদিকে নিউক্যাসেলের মাঠে ২৯ মিনিটে ফিলিপ কুতিনহোর জোড়ালো শটে লিড পায় লিভারপুল। তবে ৩৬ মিনিটে প্রতিপক্ষের ফুটবলার হোসেলুর গোলে ড্র নিয়েই মাঠ ছাড়ে ইয়র্গান ক্লপের শিষ্যরা।

লিগে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে লিভারপুল আছে টেবিলের সপ্তম স্থানে। আর ১৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আর্সেনাল।

ম্যানচেস্টার সিটি ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ম্যানচেস্টার ইউনাইটেড সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে। ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে টটেনহ্যাম হটস্পার।

আর্সেনালের সমান ১৩ পয়েন্ট চেলসিরও। তবে গোল ব্যবধানে এগিয়ে চতুর্থ স্থানে গতবারের চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময়: ০৯২১ ঘণ্টা, ০২ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।