ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

ম্যানইউর বিপক্ষেও শঙ্কায় মোরাতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৭
ম্যানইউর বিপক্ষেও শঙ্কায় মোরাতা ছবি: সংগৃহীত

এক মাসেরও অধিক সময় মাঠের বাইরে থাকতে হবে ‍আলভারো মোরাতাকে। ম্যানচেস্টার সিটির বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচটিতে হ্যামস্ট্রিং ইনজুরি চেলসি স্ট্রাইকারের জন্য কাল হয়ে দাঁড়ালো।

রিয়াল মাদ্রিদ ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমিয়ে মোরাতার শুরুটা ভালোই হয়েছে। সব মিলিয়ে ৯ ম্যাচে ৭টি গোল করেছেন।

কিন্তু এখন তাকে থাকতে হচ্ছে সাইডলাইনে। কয়েকটি ম্যাচ খেলেই ইনজুরির কবলে ২৪ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড।

চেলসি ও স্পেনের মেডিকেল টিম মোরাতার ইনজুরি মূল্যায়ন করেছে। বলা হচ্ছে, ছয় সপ্তাহ খেলার বাইরে থাকতে হতে পারে। তবে আক্রমণভাগে তাকে যত দ্রুত সম্ভব পাওয়ার ব্যাপারে আশাবাদী ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

ক্লাব ফুটবলের পাশাপাশি স্পেনের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই রাউন্ডের ম্যাচে মোরাতার খেলা হচ্ছে না! ৬ অক্টোবর (শুক্রবার) আলবেনিয়াকে আতিথ্য দেবে স্প্যানিশরা। তিনদিন পর নামতে হবে ইসরায়েলের মাঠে। দু’টি ম্যাচই শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায়। পয়েন্ট টেবিলে ৮ ম্যাচ শেষে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও এখনো সরাসরি ওয়ার্ল্ডকাপের টিকিট নিশ্চিত নয়। তিন পয়েন্ট পিছিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ইতালি।

প্রিমিয়ার লিগে আগামী মাসে স্ট্যামফোর্ড ব্রিজে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে মোরাতা খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। মিস করতে পারেন এমন ম্যাচের তালিকায় আছে এটি। তার আগে চেলসির আরও তিনটি লিগ ম্যাচ (ক্রিস্টাল প্যালেস, ওয়াটফোর্ড ও বোর্নমাউথ), এভারটনের বিপক্ষে লিগ কাপের চতুর্থ রাউন্ড ও চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে রোমার বিপক্ষে হোম ও অ্যাওয়ে ম্যাচ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ৩ অক্টোবর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।