ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

মরহুম শাকিল টুর্নামেন্টে শেখ রাসেল একাদশ চ্যাম্পিয়ন 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৭
মরহুম শাকিল টুর্নামেন্টে শেখ রাসেল একাদশ চ্যাম্পিয়ন  চ্যাম্পিয়ন শেখ রাসেল একাদশের হাতে তুলে দেওয়া হচ্ছে পুরস্কার। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: প্রধানমন্ত্রীর প্রয়াত বিশেষ সহকারী কবি মাহবুবুল হক শাকিল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মুক্তাগাছার শেখ রাসেল একাদশ। 

শনিবার (৭ অক্টোবর) বিকেলে স্থানীয় আর.বি উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনালে ট্রাইবেকারে তারা ৫-৩ গোলে বিদ্যাগঞ্জ শিখর ক্রীড়া চক্রকে পরাজিত করে।  

স্থানীয় মুজিব সৈনিক ক্লাব আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রয়াত শাকিলের বাবা ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ নেতা মো. ইকরামুল হক টিটু।  

বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কবির উদ্দিন ভূইয়া, অ্যাডভোকেট ফরিদ আহমেদ, আহাম্মদ আলী আকন্দ, কাজী আজাদ জাহান শামীম, ফিরোজ আহমেদ, মিজানুর রহমান ডেভিড, হুমায়ুন কবির হিমেল, অধ্যাপক আতিকুর রহমান, মোস্তাফিজুর রহমান ভাসানী, এম.এ.কুদ্দুস, ইমদাদুল হক সেলিম প্রমুখ।  

উৎসবের আমেজে হাজারো দর্শক এ ফাইনাল ম্যাচ উপভোগ করেন।  

প্রধান অতিথির বক্তৃতায় অ্যাডভোকেট জহিরুল হক খোকা আবেগাপ্লুত হয়ে বলেন, প্রয়াত শাকিল ছিলেন একজন কবি এবং শক্তিমান লেখক। জঙ্গি ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে তার বেশি প্রয়োজন ছিল। সবাইকে শাকিল অসম্ভব ভালবাসতেন। আপনাদের মাঝেই শাকিল চিরদিন বেঁচে থাকবে।  

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৭ 
এমএএএম/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।