ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

রাজশাহী ডিভিশন ও ১ম বিভাগ ফুটবলে আবাহনী ও শিরোইলের জয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৭
রাজশাহী ডিভিশন ও ১ম বিভাগ ফুটবলে আবাহনী ও শিরোইলের জয় রাজশাহী ডিভিশন ও ১ম বিভাগ ফুটবলে আবাহনী ও শিরোইলের জয়/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: মার্কেন্টাইল ব্যাংক রাজশাহী প্রিমিয়ার ডিভিশন ও প্রথম বিভাগ ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের খেলায় আবাহনী ও শিরোইল ক্লাব জয়লাভ করেছে।

শনিবার (০৭ অক্টোবর) বিকেলে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

এর মধ্যে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে আবাহনী ক্রীড়াচক্র ২-০ গোলে বরেন্দ্র স্পোর্টিং ক্লাবকে হারায়।

বিজয়ী দলের পক্ষে রিপন ও সুজন একটি করে গোল করেন।

এছাড়া প্রথম বিভাগ ফুটবলে শিরোইল ক্লাব ৬-২ গোলের বিশাল ব্যবধানে হেলেনাবাদ কলোনি ক্লাবকে হারায়। বিজয়ী দলের পক্ষে সোহেল রানা ২, রানা-২ এবং পিপাস ও শাহবুদ্দিন একটি করে গোল করেন। বিজিত দলের পক্ষে আবু জাফর দু’টি গোল পরিশোধ করেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৭
এসএস/ওএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।