ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

‘পুসকাস’ অ্যাওয়ার্ডের সেরা তিনে জিরুদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
‘পুসকাস’ অ্যাওয়ার্ডের সেরা তিনে জিরুদ ‘পুসকাস’ অ্যাওয়ার্ডের সেরা তিনে জিরুদ-ছবি:সংগৃহীত

বছরের সেরা গোলদাতার পুরস্কার ‘পুসকাস’ অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তিন জনের নাম প্রকাশ করেছে ফিফা। এর আগে ২০১৬-১৭ মৌসুমে দুর্দান্ত গোল করা ১০ জনের নাম জানায় ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।

এবার সেখান থেকে তিন জনে নামিয়ে আনা হয়েছে। যেখানে পরিচিত মুখের মধ্যে আছেন আর্সেনাল ও ফ্রান্সের স্ট্রাইকার অলিভার জিরুদ।

সমর্থকদের ভোটে বিশ্বব্যাপী তিন জন মনোনয়ন পান। এ তালিকায় জিরুদ ছাড়াও আছেন ভেনেজুয়েলার নারী ফুটবলার ডেনি ক্যাস্তেলানোস ও দক্ষিণ আফ্রিকায় ক্লাব ফুটবলে খেলা গোলরক্ষক ওসকারিনে মাসুলুকে।  

মনোনয়নের পাশাপাশি দারুণভাবে এগিয়ে আছেন জিরুদ। গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে অসাধারণ এক গোলই করেছিলেন এ তারকা।

২০০৯ সাল থেকে প্রতিবছর সেরা গোলদাতার পুরস্কার ‘পুসকাস’ অ্যাওয়ার্ড দিয়ে আসছে ফিফা। রিয়াল মাদ্রিদ ও হাঙ্গেরির প্রয়াত তারকা স্ট্রাইকার ফেরেঞ্জ পুসকাসের স্মরণে এই পুরস্কারটি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, ১০ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।