ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

চাঁদপুরে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
চাঁদপুরে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চাঁদপুর: চাঁদপুর জেলার আট উপজেলার অংশগ্রহণে ১৭তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে চাঁদপুর স্টেডিয়াম মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি।

প্রধান অতিথির বক্তব্যে দীপু মনি বলেন, খেলাধুলায় আমাদের দেশ এখন অনেক এগিয়েছে।

চাঁদপুর জেলায় খেলাধুলার সংস্কৃতি তৈরী হচ্ছে। বছর জুড়ে জেলা ক্রীড়া সংস্থাসহ অন্যান্য আয়োজনের মধ্য দিয়ে শিশু-কিশোর, তরুণ-তরুণী খেলাধুলার চর্চা করার সুযোগ পাচ্ছে। এজন্য জেলা ক্রীড়া সংস্থা ধন্যবাদ জানাই।

চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডলের সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাসুদ হোসেন, ফুটবল উপ-কমিটির সদস্য সচিব শাহির পাটওয়ারী, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণসহ বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় চাঁদপুর সদর উপজেলা বনাম হাজীগঞ্জ উপজেলা অংশ নেয়। এতে ১-০ গোলে হাজীগঞ্জ উপজেলাকে হারিয়ে চাঁদপুর সদর উপজেলা জয়লাভ করে।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।