ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

লিভারপুলের মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফিরলো ম্যানইউ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
লিভারপুলের মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফিরলো ম্যানইউ ছবি: সংগৃহীত

লিভারপুলের মাঠে হাইভোল্টেজ ম্যাচে রক্ষণাত্মক কৌশল বেছে নেন হোসে মরিনহো। বিশেষ করে দ্বিতীয়ার্ধের খেলা ছিল অল রেডসদের আক্রমণ বনাম ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্স। শেষ পর্যন্ত গোলশূন্য ড্রয়ে ম্যাচের নিষ্পত্তি ঘটে।

হোম ভেন্যুতে ইয়োর্গেন ক্লপের শিষ্যদের চোখেমুখে গোলের জন্য হাহাকারই ফুটে ওঠে। কুতিনহো-ফিরমিনোদের সব চেষ্টা বৃথা যায়।

প্রথমার্ধে দুর্দান্ত সেভ করে ম্যানইউকে রক্ষা করেন গোলরক্ষক ডেভিড ডি গিয়া।

অন্যদিকে, ইউনাইটেডের হয়ে ফর্মের তুঙ্গে থাকা রোমেলু লুকাকু অষ্টম লিগ গোল আদায় করতে ব্যর্থ হন। প্রথমার্ধে একটি ওয়ান-অন-ওয়ান সুযোগ ‍কাজে লাগাতে পারেননি বেলজিয়ান ফরোয়ার্ড।

অ্যানফিল্ডে বল দখলে বেশ এগিয়ে ছিল স্বাগতিক লিভারপুল। কিন্তু ম্যাচ শেষে পয়েন্ট ভাগাভাগিতে তাদের সন্তুষ্ট থাকতে হয়। শিরোপা লড়াইয়ে পুরনো প্রতিদ্বন্দ্বীদের মাঠ থেকে পয়েন্ট নিশ্চিত করেই ফেরে মরিনহোর দল।

৮ ম্যাচ শেষে ৬ জয় ও ২ ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানইউ। ২ পয়েন্ট এগিয়ে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। এবারের আসরের শুরুটা লিভারপুলের জন্য উদ্বেগজনকই বটে। ১৩ পয়েন্টে অবস্থান সপ্তম।

বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, ১৪ অক্টোবর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।