ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

দর্শক ফিরছে ন্যু ক্যাম্পে, বার্সার সামনে অলিম্পিয়াকোস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
দর্শক ফিরছে ন্যু ক্যাম্পে, বার্সার সামনে অলিম্পিয়াকোস ছবি: সংগৃহীত

এ মাসের শুরুতে কাতালুনিয়া স্বাধীনের দাবিতে উত্তাল বার্সেলোনায় স্টেডিয়ামের গেট বন্ধ রেখে দর্শকশূন্য মাঠে খেলতে হয়েছিল মেসিদের। লাস পালমাসের বিপক্ষে ৩-০ গোলে জেতা ম্যাচটি দেখার জন্য ছিল না কোনো সমর্থক। চ্যাম্পিয়নস লিগের ম্যাচ দিয়ে প্রাণ ফিরে পাচ্ছে ন্যু ক্যাম্প।

খুলে দেওয়া হচ্ছে বার্সার হোম ভেন্যু। কাতালান দর্শকরা গ্যালারিতে বসেই প্রিয় দলের খেলা উপভোগ করতে পারবেন।

প্রতিপক্ষ গ্রিক ক্লাব অলিম্পিয়াকোস। পয়েন্ট টেবিলে প্রথম দুই ম্যাচ জিতে শীর্ষে আর্নেস্টো ভালভার্ডের শিষ্যরা।

‘ডি’ গ্রুপে জুভেন্টাসকে ৩-০ গোলে হারানোর পর স্পোর্টিং লিসবনের মাঠ থেকে ন্যূনতম ব্যবধানের (১-০) জয় নিয়ে ফেরে স্প্যানিশ জায়ান্টরা। দু’টি ম্যাচই হেরেছে অলিম্পিয়াকোস।

বার্সা ছাড়াও গ্রুপ পর্বের ম্যাচ খেলতে বুধবার (১৮ অক্টোবর) রাতে নামছে ইউরোপিয়ান পরাশক্তিরা। বেলজিয়ামের আন্ডারলেখটের মাঠে নামবে নেইমারের পিএসজি। স্কটিশ ক্লাব সেল্টিককে আতিথ্য জানাবে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। পর্তুগালে স্বাগতিক বেনফিকার মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। স্ট্যামফোর্ড ব্রিজে চেলসিকে মোকাবিলা করবে রোমা। তুরিনে জুভেন্টাসকে চ্যালেঞ্জ জানাবে অারেক পর্তুগিজ টিম স্পোর্টিং লিসবন।

সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায়।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ১৮ অক্টোবর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।