ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

জয় পেল জুভেন্টাস ও বায়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
জয় পেল জুভেন্টাস ও বায়ার্ন জয় পেল বায়ার্ন-ছবি:সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগে ভিন্ন গ্রুপের ম্যাচে জয় তুলে নিয়েছে জুভেন্টাস ও বায়ার্ন মিউনিখ। স্পোর্টিংয়ের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস। আর ঘরের মাঠে সেল্টিককে ৩-০ গোলে হারিয়েছে বায়ার্ন।

ডি গ্রুপে পিছিয়ে পড়ে দলকে ম্যাচে ফেরান জুভেন্টাসের মিরালেম পিয়ানিচ। আর শেষ দিকে স্ট্রাইকার মারিও মানজুকিচ গোল করলে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যরা।

জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে জুভিরা। তবে টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।

অন্যদিকে ‘বি’ গ্রুপে নিজেদের মাঠ আলিয়াঞ্জ অ্যারিনায় সেল্টিককে ৩-০ গোলে হারায় বায়ার্ন। দলের হয়ে একটি করে গোল করেন থমাস মুলার, জোসুয়া কিমিচ ও ম্যাট হ্যামেলস। ৬ পয়েন্ট নিয়ে দলটি দ্বিতীয় স্থানে আছে। পিএসজি ৯ পয়েন্ট নিয়ে  গ্রুপের শীর্ষে।

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, ১৯ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।