ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

গোপালগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
গোপালগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল

গোপালগঞ্জ: বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে টুঙ্গিপাড়া জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মুকসুদপুর ধর্মরায়ের বাড়ি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে খেলা দুইটি অনুষ্ঠিত হয়।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুকসুদপুর ধর্মরায়ের বাড়ি প্রাথমিক বিদ্যালয় কোটালীপাড়া বান্ধাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে।

অপরদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় টুঙ্গিপাড়া জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় গোপালগঞ্জ বলাকৈইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে পরাজিত করে।

খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন- জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদ ভূঁইয়া, জেলা ক্রীড়া অফিসার এসএম ফিরোজুল আহসান, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মানি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।