ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

মাগুরায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
মাগুরায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

মাগুরা: মাগুরায় প্রাথমিক পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে আসাদুজ্জামান স্টেডিয়ামে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় জেলা পর্যায়ে ছেলেদের বিভাগে বড় জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ সীমাখালী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যম্পিয়ন হয়।

অপরদিকে, মেয়েদের বিভাগে গোয়ালদাহ প্রাথমিক বিদ্যালয় মোহাম্মদপুর ৫-০ গোলে কেওড়াকান্দী প্রাথমিক বিদ্যালয় সদর উপজেলাকে পরাজিত করে জেলা পর্যায়ে চ্যম্পিয়ন হয়।

খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরষ্কার তুলে দেন- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি। এ সময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মুনিবুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী খন্দকার আজমুল হক, জেলা আওয়ামী লীগ সভাপতি তানজেল হোসেন খান।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।