ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবলে চ্যাম্পিয়ন কমলনগর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবলে চ্যাম্পিয়ন কমলনগর লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবলের ফাইনাল

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রাথমিক শিক্ষা অফিস এ টুর্নামেন্টের আয়োজন করে।

খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে লক্ষ্মীপুর সদরকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কমলনগর। আপরদিকে, রামগতিকে ট্রাইবেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রায়পুর।  

ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন- লক্ষ্মীপুরের জেলা প্রশাসক হোমায়রা বেগম।  

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।  

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।