ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

আর্জেন্টিনার দল ঘোষণা, ফিরলেন আগুয়েরো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
আর্জেন্টিনার দল ঘোষণা, ফিরলেন আগুয়েরো ছবি: সংগৃহীত

বিশ্বকাপের আয়োজক দেশ রাশিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসির আর্জেন্টিনা। আগামী ১০ নভেম্বর মাঠে নামতে যাচ্ছে দুই দল। এরই মধ্যে দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।

চোট কাটিয়ে দলে ফিরেছেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। তবে এবারও জর্জ সাম্পাওলির দলে ঠাঁই হয়নি জুভেন্টাসের তারকা ফরোয়ার্ড হিগুয়েইনের।

গত সেপ্টেম্বরে গাড়ি দুর্ঘটনায় পাঁজরে চোট পান আগুয়েরো। এ কারণে আর্জেন্টিনার হয়ে অক্টোবরের ম্যাচগুলো খেলতে পারেননি তিনি।

বিশ্বকাপের আগে রাশিয়ার বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ খেলার চার দিন পর বর্তমান রানার্সআপ আর্জেন্টিনা আরও একটি প্রীতি ম্যাচে অংশ নেবে। তবে মেসি বাহীনির প্রতিপক্ষ হিসেবে কারা খেলবে তা এখনও ঠিক হয়নি।

আর্জেন্টিনা দল:
গোলকিপার: সার্জিও রোমেরো, নাহুয়েল গুসমান, আগুস্তিন মার্চেসিন।
ডিফেন্ডার: গাব্রিয়েল মের্কাদো, ফেদেরিকো ফাসিও, হাভিয়ের মাশ্চেরানো, হেরমান পেস্সেইয়া, নিকোলাস ওতামেন্দি।
মিডফিল্ডার: এদুয়ার্দো সালভিও, এমিলিয়ানো রিগোনি, লুকাস বিগলিয়া, লিয়েন্দ্রো পারেদেস, মাতিয়াস ক্রানেভিত্তার, এভার বানেগা, মার্কোস আকুনিয়া, আলেহান্দ্রো গোমেস, দিয়েগো পেরোত্তি।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, পাওলো দিবালা, সার্জিও আগুয়েরো, ডি মারিয়া ও মাউরো ইকার্দি।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ২১ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।