ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

ঝিনাইদহকে হারিয়ে ফাইনাল নিশ্চিত স্বাগতিক চুয়াডাঙ্গার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
ঝিনাইদহকে হারিয়ে ফাইনাল নিশ্চিত স্বাগতিক চুয়াডাঙ্গার ঝিনাইদহকে হারিয়ে ফাইনাল নিশ্চিত স্বাগতিক চুয়াডাঙ্গার

চুয়াডাঙ্গা: ঝিনাইদহ জেলা দলকে ২-১ গোলে পরাজিত করে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা নিশ্চিত করেছে স্বাগতিক চুয়াডাঙ্গা।

রোববার (২২ অক্টোবর) এ খেলা অনুষ্ঠিত হয়। খেলার শুরুতে স্বাগতিক চুয়াডাঙ্গা অনেকটা ফুরফুরে মেজাজে খেলতে শুরু করে।

খেলা চলাকালে ৪ মিনিটের মাথায় ঝিনাইদহ জেলা দলের পক্ষে ১২ নং জার্সিধারী বিদেশি খেলোয়াড় প্যাট্রিক প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দলকে ১-০তে এগিয়ে নেন। এরপর পরই ডি বক্সের ভেতরে চুয়াডাঙ্গার এক খেলোয়াড়কে ফাউল করায় ট্রাইবেকারের সুযোগ পায় চুয়াডাঙ্গা জেলা একাদশ। ট্রাইবেকারের সুযোগেই ১২ মিনিটের মাথায় বিদেশি খেলোয়াড় ১৫ নং জার্সিধারী ওয়ালসন ঝিনাইদহের গোলকিপারকে বোকা বানিয়ে জালে বল দিয়ে দলকে ১-১ এ গোলে সমতায় ফেরান।

খেলার মধ্য বিরতির পর আবারো দুই দলের মধ্যে শুরু হয় হাড্ডাহাড্ডি লড়াই। একপর্যায়ে আবারো ট্রাইবেকারের সুযোগ পায় চুয়াডাঙ্গা জেলা একাদশ। খেলার দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটে ১০ নং জার্সি পরিহিত বিদেশি খেলোয়াড় কিংস ঝিনাইদহের জালে গোল জড়িয়ে দলকে ২-১ এ এগিয়ে নেন।

এর আগে খেলার ৩০ মিনিটের মাথায় ঝিনাইদহ জেলা একাদশের বিদেশি খেলোয়াড় নুর মোহাম্মদ ফাউলের অপরাধে লাল কার্ড পেয়ে মাঠ ত্যাগ করেন।

সোমবার (২৩ অক্টোবর) একই ভেন্যুতে মুখোমুখি হবে সিরাজগঞ্জ জেলা একাদশ বনাম জয়পুরহাট জেলা একাদশ।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ২২ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।