ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

তিন সপ্তাহ মাঠের বাইরে মুলার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
তিন সপ্তাহ মাঠের বাইরে মুলার ছবি: সংগৃহীত

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তিন সপ্তাহ মাঠের বাইরে চলে গেলেন থমাস মুলার। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে জার্মান তারকাকে পাচ্ছে না বায়ার্ন মিউনিখ। স্বাগতিক হ্যাম্বার্গের বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ১০ মিনিট খেলেই চোট নিয়ে বাধ্য হয়ে মাঠ ছাড়েন ২৮ বছর বয়সী ফরোয়ার্ড।

পরীক্ষা শেষে এক বিবৃতিতে বায়ার্ন প্রকাশ করে, আগামী মাসের মাঝামাঝি সময় অবধি মুলারকে খেলার বাইরে থাকতে হবে। খারাপ সময়ে ইনজুরির কবলে পড়লেন।

ক’দিন আগেই নতুন মেয়াদে দায়িত্ব নেওয়া ইয়ুপ হেইঙ্কেস দাবি করেছিলেন তিনি পুরনো ছন্দে ফেরার কাছাকাছি।

আগামী পাঁচ দিনে আরবি লেইপজিহের বিপক্ষে দু’টি ম্যাচ মিস করবেন মুলার। একটি জার্মান কাপে অন্যটি বুন্দেসলিগায়। সেল্টিক ও বুরুশিয়া ডর্টমুন্ডের মাঠে যথাক্রমে চ্যাম্পিয়নস লিগ ও গুরত্বপূর্ণ লিগ ম্যাচেও সাইডলাইনে থাকতে পারেন।

এ মৌসুমে বায়ার্নের জার্সিতে ১৪ ম্যাচ খেলে মাত্র দু’বার জালের দেখা পেয়েছেন বিশ্বকাপ জয়ী মুলার। এর মধ্যে বুন্দেসলিগায় ৯ ম্যাচে গোল করেছেন একটি।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, ২৪ অক্টোবর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।