ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফুটবল

মেসি-সুয়ারেজদের ছাড়াই বার্সার কোপা মিশন শুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
মেসি-সুয়ারেজদের ছাড়াই বার্সার কোপা মিশন শুরু ছবি: সংগৃহীত

টানা তিনবারের কোপা দেল রে চ্যাম্পিয়ন বার্সেলোনার এবারের মিশন শুরু হচ্ছে রিয়াল মুর্সিয়ার মাঠে। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই বেঞ্চে থাকা খেলোয়াড়দের পরখ করতে চাইছেন কোচ আর্নেস্টো ভালভার্ডে। বিশ্রামে মেসি-সুয়ারেজ-ইনিয়েস্তারা।

মঙ্গলবার (২৪ আগস্ট) বাংলাদেশ সময় দিবাগত রাত দেড়টায় শেষ ৩২-এর প্রথম লেগের ম্যাচটি শুরু হবে। স্প্যানিশ ফুটবল শ্রেষ্ঠত্বের আসরে তৃতীয় স্তরের দল মুর্সিয়া।

অ্যাওয়ে ম্যাচ হলেও অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ হওয়ায় সেরা একাদশ নিয়ে নামছেন না বার্সা কোচ। ঘোষিত ১৬ সদস্যের স্কোয়াড দেখলেই তা স্পষ্ট।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ভালভার্ডে বলেন, ‘মুর্সিয়ার বিপক্ষে লাইনআপ পরিবর্তন হবে। এখানে বার্সা ‘বি’ টিমের খেলোয়াড় রয়েছে যারা আমাদের সাহায্য করতে পারে। কিন্তু আমরা জিততে চাই। ’ এটি মুর্সিয়ার মৌসুমের সবচেয়ে বড় ম্যাচ বলেও আখ্যা দেন তিনি।

বার্সা স্কোয়াড:
গোলরক্ষক:
জেস্পার সিলেসেন, আদ্রিয়ান ওর্তোলা।

ডিফেন্ডার: নেলসন সেমেদো, জেরার্ড পিকে, হাভিয়ের মাশ্চেরানো, থমাস ভারমাইলেন, লুকাস ডিগনি, মার্ক কুকুরেল্লা।

মিডফিল্ডার: ইভান রাকিটিচ, ডেনিস সুয়ারেজ, সার্জি রবার্তো, আন্দ্রে গোমেজ, কার্লেস অ্যালেনা।

ফরোয়ার্ড: জেরার্ড ডেউলেফেউ, পাকো আলকাসের, জোসে আর্নেইজ।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ২৪ অক্টোবর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।