ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফুটবল

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে সদর উপজেলার পূর্ব আরাজী চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে হরিপুর উপজেলার আমগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।  

অপরদিকে, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টে সদর উপজেলার পারখুপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে বালিয়াডাঙ্গী উপজেলার বেলসারা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।

খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।  

এসময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার ফারহাত আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক জহুরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এএম শাহজাহান সিদ্দিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।