ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফুটবল

দুই লাল কার্ড, দুই পেনাল্টি, রিয়ালের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
দুই লাল কার্ড, দুই পেনাল্টি, রিয়ালের জয় ছবি: সংগৃহীত

বার্সেলোনার পর রিয়াল মাদ্রিদও কোপা দেল রে মিশন শুরু করলো তারকাদের বিশ্রামে রেখে। রিয়াল মুর্সিয়ার মাঠে ৩-০ গোলের জয় পায় টানা তিনবারের চ্যাম্পিয়ন বার্সা। ফুয়েনলাব্রাদায় গিয়ে দুই লাল কার্ডের ম্যাচে ২-০ ব্যবধানের জয়ে শেষ ষোলোতে এক পা দিয়ে রাখলো জিনেদিন জিদানের শিষ্যরা।

গ্যালাকটিকোদের দু’টি গোলই আসে স্পট কিক থেকে। ম্যাচের শেষদিকে দু’দলই আবার দশজনের দলে পরিণত হয়।

৭৯ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন স্বাগতিক সেন্টারব্যাক পাকো কান্ডেলা। ঠিক দশ মিনিট পর ডিফেন্ডার জিসাস ভ্যালেজোর সরাসরি লাল কার্ডে বাকি সময়টা একজন কম নিয়ে খেলতে হয় ভিজিটরদের।

প্রথমার্ধ থাকে গোলশূন্য। বিরতির পর ৬৩ মিনিটের মাথায় পেনাল্টি থেকে রিয়ালকে লিড এনে দেন উদীয়মান স্প্যানিশ সেনসেশন মার্কো অ্যাসেনসিও। ৮০ মিনিটে একইভাবে স্কোরশিটে নাম লেখান লুকাস ভাজকুয়েজ।

এ ম্যাচে দলের সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে রিজার্ভ বেঞ্চকে পরখ করে নেন জিদান। রোনালদো, বেল, বেনজেমা, রামোস, মার্সেলো, ইসকো, ক্রুস, ক্যাসেমিরো, মডরিচ কেউই ছিলেন না।

আগামী ২৯ নভেম্বর সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ ৩২-এর ফিরতি পর্বের ম্যাচে ফুয়েনলাব্রাদাকে আতিথ্য দেবে লস ব্লাঙ্কসরা।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, ২৭ অক্টোবর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।