ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফুটবল

ধামরাইয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনাল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
ধামরাইয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনাল

ধামরাই, ঢাকা: ঢাকার ধামরাইয়ে বাস্তা সবুজ সঙ্গের উদ্যোগে বঙ্গবন্ধু ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে বাস্তা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় মাদারপুর ভ্রাতৃ মিলন সংঘকে ১-০ গোলে হারিয়ে ভাড়ারিয়া ইউনিয়ন বিজয়ী লাভ করে।

খেলা শেষে ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এমএ মালেক বিজয়ী দলকে গোল্ডকাপ মূল্য ৬০ হাজার টাকা ও রানার্স আপকে ৩৫ হাজার টাকা পুরষ্কার দেন।

বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- আন্তর্জাতিক ব্যাবসায়ী (সিআইপি) আহমদ আল জামান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুল গণি, ধামরাই সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান খান হাবিব, ভাড়ারিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মানছুর রহমান, আলামিন হোসেন উজ্জল, সাইদুর ইসলাম পিয়াস, তুষার আহম্মেদ শান্ত প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।