ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ফুটবল

পিএসজির গোল উৎসব, বার্সার হোঁচট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
পিএসজির গোল উৎসব, বার্সার হোঁচট ছবি: সংগৃহীত

প্যারিসে আন্ডারলেখটের জালে পিএসজি গোল উৎসবে মাতবে ব্যাপারটি অনুমিতই ছিল। হলোও তাই। বেলজিয়ান ক্লাবটিকে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত করেই নকআউট পর্বে পা রাখলো ফ্রেঞ্চ জায়ান্টরা। অন্যদিকে, গ্রিসে বার্সেলোনার রাতটা ছিল হতাশার। অলিম্পিয়াকোসের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে শেষ ষোলো নিশ্চিতের অপেক্ষাটাও বাড়লো।

ছবি: সংগৃহীতপিএসজির হয়ে হ্যাটট্রিক উল্লাসে মাতেন ফ্রেঞ্চ লেফটব্যাক লেভিন কারজাওয়া। স্কোরশিটে নাম লেখান মার্কো ভেরাত্তি ও নেইমার।

‘বি’ গ্রুপ থেকে নকআউট পর্বের লাইনআপ চূড়ান্ত।

বায়ার্ন মিউনিখও দুই ম্যাচ হাতে রেখে পরের রাউন্ড নিশ্চিত করেছে। সেল্টিকের মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফেরে জার্মান পরাশক্তিরা। সেল্টিক (১ জয়, ৩ হার) ও টানা চার ম্যাচেই হেরে বাদ আন্ডারলেখট।

ছবি: সংগৃহীতন্যু ক্যাম্পে অলিম্পিয়াকোসকে ৩-১ গোলে হারানোর পর অ্যাওয়ে ম্যাচে হোঁচট খেল আর্নেস্টো ভালভার্ডের শিষ্যরা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে গত ১৬ আগস্টের পর এ প্রথম গোলহীন ম্যাচ পার করলো বার্সা। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ দু’জনই গোলের সুযোগ মিস করেছেন। টানা তিন ম্যাচ জিতে ছন্দে থাকা কাতালানরা এ ম্যাচ জিতলেই নকআউট রাউন্ড নিশ্চিত হয়ে যেত। বার্সার গ্রুপ সঙ্গী জুভেন্টাসও পয়েন্ট ভাগাভাগি করেছে।

স্বাগতিক স্পোর্টিং লিসবনের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটির শেষদিকে জুভিদের সমতায় ফেরান গঞ্জালো হিগুয়েইন। ১-১ স্কোরলাইনে খেলার নিষ্পত্তি ঘটে। চার ম্যাচ শেষে বার্সার সংগ্রহ ১০। তিন পয়েন্ট পিছিয়ে জুভেন্টাস। ৪ পয়েন্ট নিয়ে আশা জিঁইয়ে রেখেছে লিসবন। ‘ডি’ গ্রুপে টানা তিন হারের পর পয়েন্টের দেখা পেল গ্রিক ক্লাব অলিম্পিয়াকোস।

ছবি: সংগৃহীত‘এ’ গ্রুপের ম্যাচে ওল্ড ট্রাফোর্ডে বেনফিকাকে ২-০ গোলে হারিয়ে টানা চার ম্যাচই জিতে শেষ ষোলোর পথে আরও এক ধাপ এগিয়ে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে সিএসকেএ মস্কোর কাছে ২-১ ব্যবধানে হেরে গেছে বাসেল। ম্যানইউর চেয়ে সমান ৬ পয়েন্ট পিছিয়ে বাসেল ও মস্কো। চার ম্যাচেই পরাজয়ের শিকার বেনফিকা।

এদিকে, ‘সি’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে ইংলিশ চ্যাম্পিয়ন চেলসিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিক রোমা। ভিসেন্তে কালদেরনে কারাবাগের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের হতাশায় ডোবে অ্যাতলেতিকো মাদ্রিদ।

ছবি: সংগৃহীতগ্রুপ পর্বে আর দু’টি করে ম্যাচ বাকি। চার ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ইতালির রোমা। ১ পয়েন্ট পিছিয়ে চেলসি। তিন ড্রয়ে মাত্র ৩ পয়েন্ট নিয়ে এখনো জয়ের দেখা না পাওয়া অ্যাতলেতিকোর অবস্থান নড়বড়ে। আজারবাইজানের ক্লাব কারাবাগের পয়েন্ট ২।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, ১ নভেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।