ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ফুটবল

ছাগলনাইয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ফেনী সদর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
ছাগলনাইয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ফেনী সদর ফেনী সদর উপজেলা ফুটবল দল

ফেনী: ফেনী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ছাগলনাইয়া উপজেলা ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফেনী সদর উপজেলা ফুটবল দল।

বুধবার (১ নভেম্বর) অনুষ্ঠিত টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে ম্যাচের নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য অবস্থায় শেষ হলে টাইব্রেকারে ৪-২ গোলে শিরোপা জিতে নেয় ফেনী সদর।

ম্যাচ শেষে টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

টুর্নামেন্টে ছাগলনাইয়া দলের খেলোয়াড় আব্দুল বাতেন কমল সর্বোচ্চ গোলদাতা ও ফেনী সদরের খেলোয়াড় জাহাঙ্গীর আলম সেরা খেলোয়াড়ের পুরস্কার গ্রহণ করেন।

জেলা প্রশাসক মনোজ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান বিকম।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন, ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল আলম গিটার ও নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, অতিরিক্ত সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আব্দুল আলীম মজুমদার, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল আলম সোহেল, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল মজুমদার, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতনসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
এসএইচডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।