ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ড্র’তে শেষ হলো লিভারপুল সেভিয়া ম্যাচ  

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
ড্র’তে শেষ হলো লিভারপুল সেভিয়া ম্যাচ   সংগৃহীত ছবি

ঢাকা: উয়েফা চ্যাম্পিয়নস লিগে ‘ই’ গ্রুপের ম্যাচে লিভারপুলের সাথে ৩-৩ গোলের নাটকীয় ড্র করেছে সেভিয়া। তবে ড্র করলেও শেষ ষোল’র দৌঁড়ে এগিয়ে অলরেডরাই।

কেননা ৫ ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লিভারপুল। সমান সংখ্যক ম্যাচে সেভিয়ার পয়েন্ট ৮।


 
মঙ্গলবার (২১ নভেম্বর) সেভিয়ার ঘরের মাঠে প্রথমার্ধের খেলায় লিভারপুলই এগিয়ে ছিলো। ম্যাচের ২ মিনিটে ফারমিনহোর গোলে ১-০ তে এগিয়ে যাবার পর ২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাদিও মেন।
 
এরপর ৩০ মিনিটে ফারমিনহোর দ্বিতীয় গোলে ৩-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় ইয়র্গেন ক্লপ শিষ্যরা।
 
বিরতির পরে দারুণ এক নাটকীয়তায় মোড় নেয় এই ম্যাচ। একটি দুটি নয়, বেশিও নয়। গুনে গুনে তিনটি গোল লিভারপুলকে ফিরিয়ে দেয় সেভিয়া।  

লিভারপুলের হয়ে যেমন ফারমিনহো জোড়া গোল করেছেন তেমনি স্বাগতিকদের হয়েও জোড়া গোল করেছেন বেন ইয়েদার (৫১ ও ৬০ মিনিট)।
 
অপর গোলটি এসেছে ম্যাচের ইনজুরি টাইমে পিজারোর পা থেকে।
 
বাংলাদেশ সময়: ০৭১৭ ঘণ্টা, ২২ নভেম্বর ২০১৭
এইচএল        

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।