ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের সেমিতে নৌবাহিনী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের সেমিতে নৌবাহিনী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

স্বাগতিক মাগুরা আছাদুজ্জামান ফুটবল একাডেমিকে টাইব্রেকারে ৩-১ ব্যবধানে হারিয়ে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ নৌবাহিনী।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে শেষ আটের ম্যাচটি অনুষ্ঠিত হয়। আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনাপূর্ণ এক ফুটবল ম্যাচ উপভোগ করেন মাগুরার দর্শকরা।

কিন্তু নির্ধারিত সময়ে দু’দলের কেউই লক্ষ্যভেদ করতে পারেননি।

সেমির টিকিট পেতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে জয়োল্লাসে মাতে বাংলাদেশ নৌবাহিনীর খেলোয়াড়রা। হতাশায় ডোবে স্বাগতিক শিবির। কমপক্ষে পাঁচ হাজার স্থানী দর্শক হতাশা নিয়ে বাড়ি ফেরেন।

তবে নিজ জেলার পরাজয়ে পরও আজকের এ ম্যাচের মধ্যে দিয়ে ফুটবলের জয় হয়েছে বলে মনে করেন আয়োজকরা। কারণ জাতীয় পর্যায়ের তারকা খেলোয়াড় মামুনুল, জুয়েল রানা, মামুন মিয়া, নাঈম, পারভেজ, সোহেল, কৃষ্ণর পাশাপাশি নাইজেরিয়ান ওয়াটসন, বাঙ্গুরা, বাইব্যাকদের নান্দনিক পারফরম্যান্স প্রতি মূহুর্তে গ্যালারিতে দর্শকদের উত্তেজনায় ভাসিয়েছে।

আগামী শনিবার (২৫ নভেম্বর) তৃতীয় কোয়াটর ফাইনাল অনুষ্ঠিত হবে। যেখানে শেখ রাসেল ক্রিড়াচক্রের মুখোমুখি হবে মাগুরা জেলা ক্রীড়া সংস্থা। দু’দিন শেষ কোয়াটারে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে মোকাবিলা করবে টাঙ্গাইল আরিয়ান ক্লাব। বৃহস্পতিবার (২২ নভেম্বর) বসুন্ধরা কিংসকে টাইব্রেকারে ৫-৪ গোলে পরাজিত করে প্রথম দল হিসেবে সেমিতে পা রাখে ঢাকা সাইফ স্পোর্টিং ক্লাব।

শেখ জামাল, শেখ রাসেল, নৌ বাহিনী, সাইফ স্পোটিং ক্লাব, বসুন্ধরা কিংস, রাজশাহী, খুলনা জেলা টিমসহ দেশসেরা ১৬টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। গত ১০ নভেম্বর পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল টুর্নামেন্টের উদ্বোধন করেন। আছাদুজ্জামান ফুটবল একাডেমির আয়োজনে ও বসুন্ধরা সিমেন্ট এর সহযোগিতায় জমজমাট ইভেন্টটি মাঠে গড়ায়।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ২৩ নভেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।