ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ফের বরখাস্ত আর্জেন্টাইন কোচ বাউজা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
ফের বরখাস্ত আর্জেন্টাইন কোচ বাউজা ছবি:সংগৃহীত

ইউরোপ জুড়ে আর্জেন্টাইন কোচরা গত কয়েক বছর ধরে বেশ সুনাম করছে। ইংল্যান্ড, ইতালি ও স্পেনের মতো দেশের ঘরোয়া শীর্ষ লিগে কোচ হিসেবে সফলতা পাচ্ছে তারা। তবে বিপরীত এদগার্দো বাউজা। একের পর এক বিফলতাই ঘিরে ধরেছে তাকে। সম্প্রতি সৌদি আরব জাতীয় দলের কোচ থেকে বরখাস্ত হয়েছেন তিনি।

চলতি বছরের সেপ্টেম্বরেই সৌদির দায়িত্ব নেন বাউজা। তার অধীনে পাঁচটি প্রীতি ম্যাচ খেলেছে দেশটি।

যেখানে দুটি জয় ও তিনটি ম্যাচে হেরেছে। এতেই চাকরি হারিয়েছেন বাউজা। গত ছয় মাসে এ নিয়ে তৃতীয়বার চাকরি হারা হলেন আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক এই কোচ।

সৌদি অবশ্য বিশ্বকাপে বাউজা আসার আগেই জায়াগা করে নেয়। ২০০৬ জার্মানি বিশ্বকাপের পর প্রথমবার বিশ্ব মঞ্চে উঠলো তারা।

এর আগে ২০১৭ সালের শুরুর দিকে আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হয়েছিলেন বাউজা। কিন্তু বিশ্বকাপ বাছাইপর্বে আলবেসেলিস্তাদের খারাপ শুরুর পর বরখাস্ত করা হয় তাকে। পরে সংযুক্ত আরব আমিরাতের কোচ হয়েছিলেন তিনি। কিন্তু দেশটিকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে তুলতে না পারায় পদত্যাগ করেন।  

বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, ২৪ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।