ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

এসি মিলানের ডিরেক্টরের প্রস্তাব পেলেন কাকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
এসি মিলানের ডিরেক্টরের প্রস্তাব পেলেন কাকা ছবি:সংগৃহীত

খেলোয়াড়ি জীবনে ইতালিয়ান ক্লাব এসি মিলানে সবচেয়ে সফল ছিলেন কাকা। এ ক্লাবেই দুর্দান্ত পারফর্ম করে ফিফা ব্যালন ডি অর জিতেছিলেন তিনি। এবার হয়তো পেশাদারি ফুটবলে অবসরের পর এক সময়ের জায়ান্ট ক্লাবটির ডিরেক্টর হতে পারেন তিনি।

ইউরোপা লিগের ম্যাচে মিলানের মাঠ সান সিরোতে যান কাকা। যেখানে ম্যাচে অর্ধসময়ে মাঠে মিলানের জার্সি গায়ে নামেন তিনি।

পরে তিনি জানান, ক্লাব প্রধান মার্কো ফাস্সোনে তাকে ডিরেক্টর হতে প্রস্তাব দিয়েছেন।

ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ী এ তারকা বলেন, ‘আমি ফাস্সোনের সঙ্গে কথা বলেছি। তবে আমি এখনও ফুটবল খেলবো কিনা সেই ব্যাপারে সিদ্ধান্ত নেইনি। কিন্তু মিলানের ডিরেক্টর হওয়াটা আমার জন্য বিশেষ কিছু হবে। ’

রিয়াল মাদ্রিদের সাবেক তারকা কাকা বর্তমানে কোনো ক্লাবের সঙ্গে নেই। গত অক্টোবরে তিনি যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো সিটি ছেড়ে দেন। মেজর লিগে তিনি তিনটি মৌসুম ছিলেন।

এর আগে সাও পাওলো থেকে ২০০৩ সালে মিলানে যোগ দেন মিডফিল্ডার কাকা। পরে দুই মেয়াদে দলটির হয়ে ২২৩টি ম্যাচ খেলেন। গোল করেন প্রায় ৮০টি।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ২৪ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।