ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বার্সায় ক্যারিয়ার শেষ করার স্বপ্ন দেখি: মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
বার্সায় ক্যারিয়ার শেষ করার স্বপ্ন দেখি: মেসি ছবি: সংগৃহীত

বার্সেলোনাতেই পেশাদারী ফুটবলের ইতি টানার স্বপ্ন দেখেন লিওনেল মেসি। কাতালান ক্লাবটির সঙ্গে ২০২১ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করার পর এমনটি জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। যেখানে তার বাই-আউট ক্লজ ধরা হয়েছে ৭০০ মিলিয়ন ইউরো।

বার্সার ওয়েবসাইটে মেসি জানান, ‘আমাদের কোনো এক সময় চুক্তি করতে হতো, যা এখন হয়েছে এবং আমি এ ক্লাবে থাকতে পেরে খুশি, যেখানে আমার ঘর। ’

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী আরও বলেন, ‘এখানেই আমি সারাজীবন থাকতে চেয়েছিলাম।

আমি আগেও বলেছি, বার্সাতে আমার পুরো ক্যারিয়ার কাটাতে চাই এবং এখানেই শেষ করতে চাই। পাশাপাশি এ ক্লাবের হয়ে আরও শিরোপা জিততে চাই। ’

২০০০ সালে মাত্র ১৩ বছর বয়সে আর্জেন্টিনার নিউওয়েলস ওল্ড বয়েজ থেকে স্পেনের বার্সায় যোগ দেন মেসি। শারীরিক সমস্যায় ভুগতে থাকা এই তারকার পাশে দাঁড়িয়েছিল বার্সা। তার চিকিৎসার সব ব্যয় বহন করে কাতালানরা।  

এরপর বয়সভিত্তিক দল পেরিয়ে বার্সার মূল স্কোয়াডে আসেন। মাত্র ১৬ বছর বয়সে বার্সার প্রথম দলে অভিষেক হয় মেসির। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি।

সেই মেসিকে সারাজীবনের জন্যই ধরে রাখতে চায় কাতালানরা। বার্সা তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, ‘বার্সেলোনা ও মেসির মধ্যে শনিবার (২৫ নভেম্বর) সকালে নতুন চুক্তি হয়েছে। এই চুক্তি অনুযায়ী ২০২০-২১ মৌসুম পর্যন্ত আর্জেন্টাইন সুপারস্টারকে রেখে দেবে ক্লাব। তার রিলিজ ক্লজ ৭০০ মিলিয়ন ইউরো। ’

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, ২৬ নভেম্বর ২০১৭
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।